মেসি জ্বরে কাবু আমেরিকা, অটোগ্রাফ নিতে চাকরি হারাতেও ভাবছে না মানুষ!

0

ইউরোপ কাঁপিয়ে এবার মার্কিন লিগে দাপট দেখাচ্ছেন বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা লিওনেল মেসি। সম্প্রতি ফ্রান্সের পিএসজি থেকে চলে যান আমেরিকার ইন্টার মায়ামি ক্লাবে।

মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের ফুটবলে যেন নতুন প্রাণ লেগেছে। এরই মধ্যে তিন ম্যাচে তিনি করেছেন পাঁচ গোল। তার ফুটবল জাদুতে মুগ্ধ আমেরিকা। মাঠে ও মাঠের বাইরে দুই জায়গাতেই এখন চলছে মেসি-ম্যানিয়া। এমনকি মেসির অটোগ্রাফ নিতে গিয়ে চাকরি হারাতেও ভাবছেন না মানুষ! সত্যিই এমন ঘটনা ঘটেছে ইন্টার মায়ামির মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে।

মেসিও তার ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসে অটোগ্রাফ দিয়েছেন পরনে থাকা আর্জেন্টিনার জার্সিতে। 

তবে এ ঘটনার প্রতিক্রিয়া সালামাঞ্চার জন্য মোটেই ভালো ফল বয়ে আনেনি। পরবর্তী সময় কী হয়েছিল, তা জানিয়ে এই কলম্বিয়ান নাগরিক বলেছেন, “তাৎক্ষণিকভাবে নিরাপত্তারক্ষীরা সেখানে চলে এলেন। তারা আমাকে বাইরে নিয়ে গেলেন এবং চাকরি থেকে বরখাস্ত করলেন।” সূত্র: গোল ডটকম, মিরর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here