অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের প্রস্তুতি শুরু করেছে। ইতিমধ্যেই ভারতে চলে এসেছেন সাদা বলের ক্রিকেটাররা। আমদাবাদে সাদা জার্সিতে স্টিভ স্মিথরা যখন খেলতে ব্যস্ত, তখন সাদা বলে অনুশীলন শুরু করে দিলেন মিচেল মার্শরা। ১৭ মার্চ থেকে শুরু ভারত বনাম অস্ট্রেলিয়া এক দিনের সিরিজ। কিন্তু সেই সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক নিয়ে ধোঁয়াশা রয়েছে।
এই বছর ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। সেই কারণে সব দলই এক দিনের ম্যাচগুলোতে বাড়তি নজর দিচ্ছে। বিশ্বকাপ এ বছর ভারতে হবে। তাই অস্ট্রেলিয়ার কাছে সুযোগ নিজেদের দলকে ভারতের মাটিতে পরখ করে নেওয়ার। মার্শ চোট সারিয়ে অনেক দিন পর অস্ট্রেলিয়ার জার্সিতে খেলতে নামবেন। অস্ট্রেলিয়া ক্রিকেটের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মার্শকে। রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পা-সহ সাদা বলের সিরিজের ক্রিকেটাররা।