ইজিবাইকের জন্য চালককে হত্যা, তিনজন গ্রেফতার

0

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইউসুফ (৪০) নামে এক চালককে গলায় রড দিয়ে একাধিক আঘাত করে হত্যা করে ইজিবাইক নিয়ে পালানোর সময় পুলিশের হাতে ৩ জন গ্রেফতার হয়েছে।

নিহত ইউসুফ নোয়াখালী জেলার কমলনগর থানার কালকিনি গ্রামের মৃত. আলী হোসেনের ছেলে। সে ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় সুমন মাহজনের ইজিবাইক ভাড়ায় চালাতেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, গ্রেফতার ৩ জনের দেখানো স্থান থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় রড দিয়ে একাধিক আঘাত করা হয়েছে। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। এ বিষয়ে মামলা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here