তিন ম্যাচের সিরিজে সাগরিকার পাড়ে দাপুটে জয়ে বাংলাদেশ এগিয়ে আছে ১-০ ব্যবধানে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রবিবার (১২ মার্চ) সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড। বিকেল ৩টার এই ম্যাচে লাল সবুজের দল জিতলেই হবে ইতিহাস, টি-টোয়েন্টিতে প্রথম জয়ের পর প্রথম সিরিজ জয়ের ইতিহাস। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ফিল্ডিং নিয়ে সতর্ক টাইগার শিবির।
জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাতুরাসিংহে ফিল্ডিংয়ে বাংলাদেশকে এশিয়ার সেরা দল হিসেবে দেখতে চান। সেভাবেই প্রশিক্ষণ চলছে।
সবমিলিয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রত্যয়ী এক দলই সিরিজ জয়ের মিশনে নামছে আজ।