এবার বিয়ের আগে মা হওয়া নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী কালকি কোচলিন। ম্যাশেবলকে দেওয়া সাক্ষাৎকারে কালকি কোচলিন বলেন, ‘আমাকে সমালোচনা সহ্য করতে হয়েছে। তাও আমি বিয়ে করিনি। আর ও বিয়ে করতে চায়নি। আমার একবার ডিভোর্স হয়েছে, তাই ইচ্ছে করেই বিয়ে না করার সিদ্ধান্তটা নিয়েছি। তবে এ সিদ্ধান্ত আমরা দুজনে মিলে নিয়েছি। আমরা একসঙ্গেই থাকি।’
পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে বিয়েবিচ্ছেদের পর ইসরায়েলের মিউজিশিয়ান গাই হর্ষবর্গের সঙ্গে সম্পর্কে জড়ান। ২০২০ সালে কন্যা সন্তানের জন্ম দেন কালকি। এ সন্তানের বাবা গাই হর্ষবর্গ। বিয়ে আগে মা হয়ে দারুণ সমালোচনার মুখে পড়েন কালকি। এর আগে, ২০১১ সালে নির্মাতা-অভিনেতা-প্রযোজক অনুরাগ কাশ্যপকে বিয়ে করেন কালকি কোচলিন। চার বছরের মধ্যেই দাম্পত্য জীবনে চিড় ধরে। ২০১৫ সালে আলাদা হয়ে যান তারা।