নদী থেকে জেলের লাশ উদ্ধার

0

বরগুনার পাথরঘাটার রায়হানপুর ইউনিয়ন এবং বামনা উপজেলার রামনা ইউনিয়নে চলাভাঙ্গা গ্রাম সংলগ্ন বিষখালী নদীতে মাছ ধরতে গিয়ে মঙ্গলবার দুপুরে নিঁখোজ পাথরঘাটার উপজেলা তাবলীগ জামাত আমির আবুল হোসেন মুছুল্লির মৃতদেহ ২ দিন পর আজ পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের একটি খাল থেকে উদ্বার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ওসি (তদন্ত) মোঃ সাইফুজ্জামান। 

মঙ্গলবার দুপুর ১টার দিকে অন্য দিনের মত নৌকা নিয়ে বিষখালী নদীতে মাছ ধরতে যান আবুল হোসেন মুছুল্লি (৫৫)।
নদীতে তুফান আর ঝড় হাওয়ার কবলে নদীতে পড়ে যায়। বিকালে তার নৌকাটি ভাসতে ভাসতে কাকচিড়া নৌ-বন্দরের কাছে এলে আবুল হোসেনকে না দেখে সন্ধান শুরু হয়।
অনুসন্ধানে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলও অনুসন্ধান চালিয়েও তার খোঁজ পায়নি। আজ ঘটনাস্থল থেকে ১০-১২ কিলোমিটার দক্ষিণে কালমেঘা ইউনিয়নের ছোনবুনিয়ার খালে একটি মৃতদেহ ভাসতে দেখেন গ্রামবাসী। বিষয়টি স্হানীয় ইউপি সদস্যকে জানালে তিনি থানায় অবহিত করেন। আবুল হোসেনের ছেলেসহ তাবলীগ জামাতের লোকজন মৃতদেহ শনাক্ত করেন। আবুল হোসেন পাথরঘাটা তাবলীগ জামাতের উপজেলা আমিরের দায়িত্বে ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here