গানের জগতের পরিচিত নাম হিমাদ্রিতা পর্ণা। নিয়মিত গান করছেন তিনি। কণ্ঠ দিয়েছেন সিনেমার গানেও। এবার নব্বই দশকের সাড়া জাগানো ভারতীয় গায়ক উদিত নারায়াণের সঙ্গে ডুয়েট করলেন পর্ণা। ‘তুমি রিমঝিম বৃষ্টি হয়ে ঝরলে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তারা।
উদিত নারায়াণের সঙ্গে গান গাওয়ার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত তরুণ প্রজন্মের এই শিল্পী। হিমাদ্রিতা পর্ণা বলেন, ‘প্রথমবারের মতো উদিত নারায়াণের সঙ্গে গান করেছি, তাও আবার প্রাণের ভাষা বাংলায়। এটা আমার সঙ্গীত ক্যারিয়ারের জন্য দারুণ এক প্রাপ্তি, আমি ভীষণ গর্ববোধ করছি।’