বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে গ্রেফতার আরও ২ জনের জামিন

0

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে গ্রেফতার দুই কিশোরের জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে সুনামগঞ্জের শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন তাদের জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী কাজী মহিউদ্দিন বাবর জামিন মঞ্জুরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, ওই দুই কিশোর সদ্য এসএসসি পাস করেন। গ্রেফতারের পর তাদের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছিল। মামলার বিবরণে জানা যায়, কারাগারে থাকা দুই কিশোরের একজন বুয়েটের এক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের ছেলে, বয়স ১৭। অপরজন বাগেরহাটের ছেলে, যার বয়স ১৫। তারা বুয়েট ছাত্রদের সঙ্গে বেড়াতে যায়। এর আগে, গতকাল বুধবার বুয়েটের সাবেক ও বর্তমান ৩২ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here