আর্জেন্টিনার রাস্তায় প্রেমিকার সঙ্গে যেভাবে ক্যামেরায় ধরা পড়লেন হৃত্বিক

0

কখনও বিমানবন্দরের সামনে, কখনও রেস্তরাঁয়, কখনও আবার কোনও ফিল্মি পার্টিতে— হাতে হাত রেখে মাঝে মাঝেই আলোকচিত্রীদের ফ্রেমবন্দি হন তারা। এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে বলিউড অভিনেতা হৃত্বিক রোশন এবং সাবা আজাদ। একে অপরের প্রেমে মজে আছেন তারা, যা আরও স্পষ্ট হল তাদের ইনস্টাগ্রাম পোস্টে।

কিছু দিন আগে পর্যন্ত নিজেদের সম্পর্ক আড়ালেই রাখার চেষ্টা করতেন তারা। তবে এখন আর তেমনটা নয়। নেই কোনও রাখঢাক। সম্প্রতি বিদেশে ছুটি কাটাচ্ছেন তারা। বিদেশে যুগলের ছুটি কাটানোর বিভিন্ন মুহূর্ত মাঝে মাঝেই ফ্রেমবন্দি হয়। আর্জেন্টিনার রাস্তায় একে অপরের হাত ধরে হাঁটছেন, কখনও আবার কফি খেতে যাচ্ছেন।

গত বছর ফেব্রুয়ারি মাসে প্রথম হৃত্বিক এবং সাবাকে একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়। তার পর থেকেই তুঙ্গে তাদের প্রেম নিয়ে চর্চা। রোশন পরিবারের সঙ্গে ইতোমধ্যেই সময়ও কাটিয়েছেন সাবা। জানা গেছে, খুব শিগগিরই নাকি সাবার সঙ্গে সাত পাক ঘুরতে চলেছেন হৃত্বিক। ২০০০ সালে সুজান খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন হৃত্বিক রোশন। দুই ছেলে হৃহান ও হৃদানের মা-বাবা তারা। ২০১৪ সালে সুজানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হৃত্বিকের। বিচ্ছেদের পরেও সুসম্পর্ক রেখেছেন দু’জন। একে অপরের বর্তমান প্রেম জীবন নিয়েও যথেষ্ট উৎসাহী হৃত্বিক ও সুজান। বর্তমানে আর্সনাল গনির সঙ্গে সম্পর্কে রয়েছেন সুজান। আর গত বছর থেকে সাবার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান হৃত্বিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here