গুজব-অপপ্রচার বন্ধে ইসির সঙ্গে কাজ করতে চায় ফেসবুক

0

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, ‘বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনকালীন সময়ে গুজব অপপ্রচার বন্ধে ইসির সঙ্গে কাজ করতে চায় ফেসবুক। নির্বাচনে অপপ্রচার রোধে ফেসবুকের প্রচারণা নির্বাচন কমিশনের (ইসি) নিয়ন্ত্রণে থাকবে। ইসির নির্দেশনা মোতাবেক ফেসবুক কনটেন্ট ব্লক করবে।’

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফেসবুক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বৈঠকে ইসির পক্ষে থেকে অতিরিক্ত সচিবের নেতৃত্বে টেকনিক্যাল টিমের কর্মকর্তারা অংশ নেন। অশোক কুমার দেবনাথ আরও বলেন, ‘আজকে আমরা ফেসবুকের একটা টিমের সাথে মিটিং করেছি। আমাদের যে টেকনিক্যাল টিম আছে, তাদের নিয়ে বসেছিলাম। কারণ এখানে কিছু টেকনিক্যাল ব্যাপার ছিল।’

বৈঠকের বিষয়ে অশোক কুমার আরও বলেন, ‘এটা ছিল প্রাথমিক আলোচনা। পরবর্তীতে নির্বাচন কমিশনের একজন ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হবে, তাদের সাথে যোগাযোগ রাখার জন্য। তারা নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করবে। আমাদের কাছে যেটা নেগেটিভ প্রতীয়মান হবে আমরা তাদেরকে জানাবো তারা সেটাকে রিমুভ করে দেবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন কনটেন্ট বিষয়ে এমন পদক্ষেপ নেয়া হবে। তফসিল ঘোষণা পর এই কার্যক্রম শুরু হবে।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে ফেসবুক কর্তৃপক্ষই আমাদের সাথে যোগাযোগ করেছে। তারাই আমাদের কাছে সময় চেয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আজকে মিটিং হল।’

এদিন ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার বাংলাদেশ বিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসে বৈঠক করেছে। এসময় সংস্থাটির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন এইডান হেই এবং এজিনেন ফো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here