ডমিঙ্গোর কোচিং প্যানেলে আমলা

0

ক্রিকেটের সব ফরম্যাটেই আদর্শ এক ব্যাটার হাশিম আমলা। বেশ কদিন আগেই ব্যাট আর গ্লাভসকে বিদায় জানিয়েছেন তিনি। এবার এই দক্ষিণ আফ্রিকান ব্যাটারকে দেখা যাবে নতুন ভূমিকায়। নিজ দেশের ঘরোয়া ক্রিকেটের দল লায়ন্সের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন আমলা। তিন বছরের চুক্তিতে দলটির সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। 

কোচিং প্যানেলে আমলা সঙ্গে পাচ্ছেন দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডোমিঙ্গোকে। আমলার মতো ডোমিঙ্গো নিজেও এই দলে নতুন সংযোজন। 

আমলা এর আগে সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির দল এমআই ক্যাপ টাউনের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন। সেই সঙ্গে এমজান্সি সুপার লিগে ক্যাপ টাউন ব্লিটজের সঙ্গে কাজ করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here