বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠি এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। বুধবার বিকাল সোয়া ৫টার দিকে এই দুর্ঘটনায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী গোলাম শুভ (৩৫) নিহত হয়েছে। বাস পুকুরে পড়ে ১২ যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কের ওই এলাকায় যান চালাচল বন্ধ থাকলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
নিহত গোলাম শুভ গৌরনদী পৌরসভার কম্পিউটার অপারেটর ও স্থানীয় গেরাকুল এলাকার গোলাম মোর্শেদ পান্না মিয়ার ছেলে। আহতদের মধ্যে ৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করেছে স্থানীয়রা।