গাজীপুরের কালিয়াকৈরে মৌচাকের কামরাঙ্গা চালা এলাকা থেকে আসকান উরফে বাবুল নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ওই এলাকার আনোয়ার হোসেনের বাড়ী থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে মৌচাক ফাঁড়ি পুলিশ ।
নিহত আসকান উরফে বাবুল (৩৪) রাজশাহীর বাঘা থানার ছাতারী এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে। সে স্থানীয় পুর্বানী কারখানায় চাকরি করতো।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। কি কারনে আত্মহত্যা করেছে সেবিষয়ে কিছু জানা যায়নি।