আসন্ন এশিয়া কাপ ঘিরে ওয়ানডে অধিনায়ক নিয়ে চলছে নানা গুঞ্জন। কে হচ্ছেন অধিনায়ক নাকি তামিম ইকবাল থাকবেন দায়িত্বে। এসব নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনেই। এরইমধ্যে ধারণা করা হচ্ছে আগামী দুই-এক দিনের মধ্যে তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন।
ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আগামী দুই-এক দিনের মধ্যেই তামিমের সঙ্গে বসবেন বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন। তখন তামিমের সর্বশেষ আপডেট জানতে চাওয়া হবে। তামিম লন্ডনে যে চিকিৎসা করালেন, তার খবর কী? চিকিৎসক কী বলেছেন? তার আলোকে তামিম কী ভাবছেন এবং আগামী দিনে নিজেকে নিয়ে তামিমের পরিকল্পনাই বা কী? এসব নিয়ে খোলামেলা আলোচনা হবে ওই বৈঠকে।
তামিমের সঙ্গে ওই বৈঠকে বিসিবিপ্রধান ছাড়াও জালাল ইউনুস, প্রধান নির্বাচক ও অন্য শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।