সিডনিতে মুক্তির আগেই সাড়া ফেলল ‘প্রহেলিকা’

0

মুক্তির আগেই অস্ট্রেলিয়ার সিডনিতে সাড়া ফেলেছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’। আগামী ৫ আগস্ট সিডনির হোয়েটস ব্ল্যাকটাউন সিনেমা হলে ছবিটির প্রিমিয়ার হবে। প্রিমিয়ারের টিকিট শেষ হয়ে যাওয়ায় দর্শকদের অনুরোধে একই দিনে ছবিটির তিনটি শো হতে যাচ্ছে। প্রিমিয়ার শোতে চলচ্চিত্রটির অন্যতম প্রধান অভিনেতা মাহফুজ আহমেদ উপস্থিত থাকবেন।

আগামী ৫ আগস্ট সন্ধ্যা ৬টা, ৬টা ১০ মিনিট ও ৬টা ২০ মিনিটে হোয়েটস ব্ল্যাকটাউন সিনেমা হলে চলবে প্রহেলিকা। তিনটিই হাউসফুল শো। এরপর সিডনির ব্ল্যাকটাউনের পাশাপাশি ক্যানবেরা, মেলবোর্ন, অ্যাডিলেড ও ব্রিজবেনে চলবে প্রহেলিকা। পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডেও চলচ্চিত্রটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

চয়নিকা চৌধুরী নির্মিত প্রহেলিকার মধ্য দিয়ে দীর্ঘ আট বছর পর প্রহেলিকার মধ্য দিয়ে বড় পর্দায় ফিরেছেন তারকা মাহফুজ আহমেদ। চলচ্চিত্রটিতে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন মাহফুজ আহমেদ ও বুবলী। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ ও সাবিহা জামানসহ আরও অনেকে। রঙ্গন মিউজিক প্রযোজিত সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here