ইউক্রেনের সেভাস্তোপোল এলাকার আকাশ থেকে একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী।
গতকাল মঙ্গলবার সামাজিক মাধ্যম টেলিগ্রামে দেয়া এক পোস্টে সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোঝায়েভ জানান, কারা-কোবা অঞ্চলে এই ড্রোন ভূপাতিত করা হয়েছে।
সেভাস্তোপোলের গভর্নর জানান, যখন ড্রোনটি মাটিতে পড়ে তখন একটি বিস্ফোরণ ঘটে এবং সেখানে আগুন ধরে যায়। এতে সেখানকার ঝোপ-জঙ্গল এবং ঘাসে আগুন ধরে যায়। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে তলব করা হয়।
এদিকে, মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীতে কয়েক দফা ড্রোন হামলা চালানো হয়।
তিনি সামাজিক মাধ্যম টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, একই বহুতল ভবনে এর আগে ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া কয়েকটি ড্রোন মস্কোর ওপর দিয়ে উড়ে যাওয়ার চেষ্টা করলে সেগুলো বিমান বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে ধ্বংস করা হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর দুই দিন আগে রাজধানী মস্কোকে লক্ষ্য করে ইউক্রেন তিনটি ড্রোন দিয়ে হামলা চালায় তবে একটি ড্রোন রাজধানীতে বিধ্বস্ত হয়।
এরপর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের সামরিক বাহিনী একটি সন্ত্রাসী হামলা নস্যাৎ করেছে এবং মস্কোর পশ্চিমাঞ্চলে দুটি ড্রোন ভূপাতিত করেছে। অন্য একটি ড্রোনকে রেডিও-ইলেকট্রনিক সরঞ্জাম দিয়ে ধ্বংস করা হয়। এ ঘটনার পর মস্কোরে একটি আন্তর্জাতিক বিমানবন্দর অল্প সময়ের জন্য বন্ধ রাখা হয়।
সূত্র : গার্ডিয়ান।