বগুড়ার শিবগঞ্জে বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ আদায় ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার দাড়িদহ ঈদগাহ ময়দানে এই নামাজ আদায় করেন আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
নামাজের ইমামতি করেন দাড়িদহ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা তরিকুল আলম খাঁন। নামাজের পর বিশেষ দোয়া পরিচালনা করেন সাবেক এমপি অধ্যক্ষ মাওলাা শাহাদাতুজ্জামান।
এর আগে গত সোমবার স্থানীয় কয়েকটি মসজিদে দাড়িদহ ঈদগাহ মাঠে বৃষ্টি প্রার্থনার নামাজের ঘোষণা দেন মুসল্লিরা।