ইরানে চলছে নজিরবিহীন তাপপ্রবাহ। যার কারণে দেশটিতে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী দেশটিতে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বয়স্ক ও স্বাস্থ্যগত ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বাড়িতে অবস্থান করার পরামর্শ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর আহভাজে তাপমাত্রা ১২৩ ডিগ্রি ফারেনহাইট (৫০ সেলসিয়াস) ছাড়িয়ে যায়।