মেসিকে নিয়ে ‘লাইফ লেসনস ফ্রম মেসি’ শীর্ষক বই লিখেছিলেন তরুণ লেখক মাহবুব নাহিদ। গত অমর একুশে বইমেলায় বইটি প্রকাশ হয়। মেলায় পাঁচটি মুদ্রণ আনতে হয়েছিলো প্রকাশককে।
বইটির জন্য ‘বেস্ট অব দ্য বেস্টসেলার’ লেখকের পুরস্কার পেয়েছেন মাহবুব নাহিদ।
পুরস্কারপ্রাপ্ত অন্যান্য লেখকরা হলেন, উপন্যাস বিভাগে মোহাম্মাদ আলী, ছোটগল্প বিভাগে মাহফুজ ফারুক, ক্যারিয়ার বিভাগে যৌথভাবে সত্যজিৎ চক্রবর্ত্তী ও মান্না দে, মুক্তগদ্য বিভাগে জনি হোসেন কাব্য, কবিতা বিভাগে শাহীন ইসলাম, অনুবাদ বিভাগে এ.এস.এম রাহাত, শিশুসাহিত্য বিভাগে ফারজানা আক্তার ও লাইফস্টাইল বিভাগে সাজ্জাদ হুসাইন রাহাত।