শেষ ম্যাচে বড় জয়ে সিরিজ ভারতের

0

তারোবায় মঙ্গলবার রাতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ওয়েস্ট ইন্ডিজকে ২০০ রানে হারিয়েছে ভারত। শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩৫১ রানের সংগ্রহ পায় সফরকারীরা। জবাব দিতে নেমে ৩৫ ওভার ৩ বল খেলে ১৫১ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজও নিজেদের করেছে ভারত।  

টস হেরে ব্যাট করতে নেমে ১৪৩ রানের বড় উদ্বোধনী জুটি পায় ভারত। ৮ চার ও ৩ ছক্কার ইনিংসে ৬৪ বলে ৭৭ রান করে ইশান কিশান স্টাম্পিং হলে এই জুটি ভাঙে। আরেক উদ্বোধনী ব্যাটার শুভমান গিলও ফেরেন সেঞ্চুরির আগে। ৯২ বলে ৮৫ রান করে গুদাকেশ মোতির ওভারে কেরিয়ার হাতে ক্যাচ দেন তিনি।  

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্কোরকার্ডে ৫০ রান যোগ করার আগেই হারিয়ে ফেলে ৬ উইকেট। এরপর তাদের রানতাড়া ছিল অনেকটা অসম্ভব ব্যাপার, পারেওনি সেটি করতে। দশ নম্বরে খেলতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন গুদাকেশ। এছাড়া ৫০ বলে ৩২ রান করেন অ্যালাইক অ্যাথানজে। ভারতের পক্ষে শার্দুল ঠাকুর চারটি, মুকেশ কুমার তিনটি ও কুলদ্বীপ যাদব নেন দুটি উইকেট।  

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here