মিয়ামি শিবিরে আলবা, মেসির সঙ্গে অনুশীলন

0

ইন্টার মিয়ামিতে আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ও সার্জিও বুসকেটস যোগ দেওয়ার পর যেন সবকিছুই বদলে গেছে। টানা দুই জয়ে লিগস কাপের ‘রাউন্ড অব ৩২’-এ পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের দলটি। মিয়ামির আগামী ম্যাচেই অভিষেক হতে পারে মেসি-বুসকেটসের বন্ধু জর্ডি আলবার।

লিগস কাপের ‘রাউন্ড অব ৩২’-এ ইন্টার মিয়ামির প্রতিপক্ষ ফ্লোরিডারই আরেক ক্লাব ওরল্যান্ডো সিটি। ৩ আগস্ট ভোরে ইন্টার মিয়ামির ঘরের মাঠ ডিআরভি পিংক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচে জিতলে শেষ ষোলোর জন্য কোয়ালিফাই করবে মেসি বাহিনী।

বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ করে মেসির সঙ্গে যোগ দিয়েছেন বুসকেটস ও আলবা। দলের সঙ্গে এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন আলবা। অনুশীলনে মেসি ও কোচ টাটা মার্টিনোর সঙ্গেও দেখা গেছে তাকে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here