ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী টি-টোয়েন্টি দল ঘোষণা

0

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগেই টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই দল গোছানো শুরু করেছে তারা। দলের সঠিক কম্বিনেশন খুঁজে পেতে ক্রিকেটারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হচ্ছে।

১৫ সদস্যের এই দলে ফেরানো হয়েছে শেই হোপ, শিমরন হেটমায়ার ও ওশেন টমাসকে। আর সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন শামার ব্রুকস, রেমন রিফার, ইয়ানিক ক্যারাইয়াহ ও শেলডন কটরেল। 

এছাড়া ওশেন টমাসও ভারতের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে আছেন। যদিও প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি।

উইন্ডিজ টি-টোয়েন্টি দল : 
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), কাইল মেয়ার্স, জনসন চার্লস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, আলঝারি জোসেফ, ব্র্যান্ডন কিং, ওবেড ম্যাককয়, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ওশেন টমাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here