গ্লোবাল টি-টোয়েন্টি: সারেকে জিতিয়ে ম্যাচসেরা লিটন

0

শুরুটা মন্থর। প্রথম পাঁচ বলে নেই কোনো রান। ষষ্ঠ বলে সিঙ্গেল নিয়ে খুললেন রানের খাতা। এরপর একটু একটু করে নিজেকে চেনা রূপে মেলে ধরলেন লিটন কুমার দাস। দারুণ এক ফিফটি করে দলের জয়ে রাখলেন সবচেয়ে বড় অবদান।

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে নিজের সর্বোচ্চ ইনিংস খেললেন লিটন। মঙ্গলবার (০১ আগস্ট) ব্রামটন উলভসের বিপক্ষে ৪৫ বলে ৩টি করে ছক্কা ও চারে করলেন ৫৯ রান। তার দল সারে জাগুয়ার্স জিতল ৬ উইকেটে।

রান তাড়ায় প্রথম দুই ওভারে সারের দুই ওপেনার জাতিন্দার সিং ও অ্যালেক্স হেলস যোগ করেন ১৩ রান। তৃতীয় ওভারে জাতিন্দার কট বিহাইন্ড হয়ে ফেরার পর উইকেটে যান লিটন। প্রথম ৬ বলে ১ রানের পর লোগান ফন বিককে চার মেরে ‘হাত খোলেন’ তিনি। অন্য প্রান্তে যদিও বিদায় নেন আর দুইজন। ষষ্ঠ ওভারে ক্রিস গ্রিনের প্রথম চার বল ডট খেলার পর পঞ্চম বলে স্লগ সুইপে ছক্কা মারেন লিটন। নবম ওভারে আরেকটি ছক্কা মারেন পাকিস্তানের পেসার হুসাইন তালাতকে, মিড উইকেট দিয়ে।

১০ ওভার শেষে সারের রান ছিল ৩ উইকেটে ৫০। লিটন খেলছিলেন ২৪ বলে ২৫ রানে। ইফতিখার ৫ রান করতে খেলে ফেলেছেন ততক্ষণে ১৭ বল। ডাচ পেসার ফন বিককে ত্রয়োদশ ওভারে লিটন আরেকটি ছক্কা মারেন মিড উইকেট দিয়ে। খানিক পর তালাতের বল আকাশে তুলে দেন তিনি, তবে বলের নিচে যেতে পারেননি কোনো ফিল্ডার। পরের বলেই বিশাল এক ছক্কা হাঁকান ইফতিখার।

৪৬ থেকে তালাতকে অফ সাইডে তুলে মারেন লিটন। অনেকটা দৌড়ে গিয়ে ডাইভ দিয়েও বল মুঠোয় জমাতে পারেননি ফিল্ডার। পরের ওভারে গ্রিনকে মিড উইকেট দিয়ে চার মেরে ৪০ বলে ফিফটি পূর্ণ করেন লিটন।

শেষ ৪ ওভারে সারের দরকার ছিল ২৬ রান। সপ্তদশ ওভারে টিম সাউদিকে একটি করে ছক্কা ও চার মারেন ইফতিখার, একটি চার মারেন লিটন। এই ওভারে আসে ১৬ রান। ম্যাচও চলে যায় সারের মুঠোয়। পরের ওভারে বাঁহাতি স্পিনার শাহিদ আহমাদজাইকে কাট করে পয়েন্টে ক্যাচ দিয়ে শেষ হয় লিটনের ইনিংস। তবে সারে জিতে যায় ১১ বল বাকি থাকতেই।

এই ম্যাচের আগে টুর্নামেন্টে তিন ম্যাচে ব্যাটিংয়ে নেমে লিটনের রান ছিল ৩০ বলে ২৫, ২০ বলে ২১ ও ১১ বলে ৯। এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠেছে সারে। ৬ দলের টুর্নামেন্টে প্রাথমিক পর্বে তাদের ম্যাচ বাকি আর একটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here