গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কমিটি সোমবার বিকেলে ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে আসাদুজ্জামানকে সভাপতি, শরিফুল ইসলাম শরিফকে সাধারণ সম্পাদক ও রফিকুল ইসলাম রফিককে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কালিয়াকৈরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড একটি কমিটি ঘোষণা দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আরিফ হোসেন খান। গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আরিফ হোসেন খান ও সাধারণ সম্পাদক সাইফুল করিম খান প্রিন্স স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি যথাক্রমে দেওয়ান মোহাম্মদ আবু সায়েম, নজরুল ইসলাম সোহেল, মাহবুব আলম, হুমাইরা আক্তার, আব্দুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, দপ্তর সম্পাদক মঞ্জুর আহমেদ, প্রচার সম্পাদক শাহেদ হোসেন, শিক্ষা মানব সম্পদ বিষয়ক সম্পাদক ইসরাত জাহান সোরভি, নির্বাহী সদস্য সেলিম আজাদ, রোকসানা নাজনীন, দিদারুল সালাম পাভেল, রাজিব আহমেদ রাসেল, মাহমুদুল করিম রিপন, শামীম হোসেন, হুমায়ুন কবীর, ইলিয়াস কাঞ্চন, আল মামুন, জসিউর রহমান সেতু, মারুফ রানা, আরেফা আক্তার খান, শাহ আলম, বাহজিদ সিকদার।