প্রতিবাদের মুখে জর্জিয়ার বাতুমি বন্দর ছাড়তে বাধ্য হয়েছে রাশিয়ার প্রমোদতরী অ্যাস্তোরিয়া গ্র্যান্দে। যুদ্ধবিরোধী প্রতিবাদের মুখে পড়েছিল রুশ জাহাজটি।
এসময় বিক্ষোভকারীরা জাহাজটি লক্ষ্য করে ডিম ছুড়ে মারে এবং জাহাজটিকে বন্দর ছেড়ে যেতে বলে।
রাশিয়ার সোচি নৌবন্দর থেকে প্রমোদ তরীটি কৃষ্ণসাগর হয়ে জর্জিয়ায় গিয়েছিল। এসময় জাহাজটিতে আটশ’র মতো রুশ পর্যটক ছিলেন।
বিক্ষোভ থেকে ইউক্রেনের এক নারীসহ ২৩ জনকে গ্রেফতার করেছে জর্জিয়া পুলিশ।
সূত্র: বিবিসি