বাগেরহাটে সদস্য সংগ্রহ করে দেয়ার কথা বলে এনজিও কর্মীকে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বেনেগাতি গ্রামে এঘটনা। এ ঘটনায় ওই এনজিও কর্মী রাতে বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশের একাধিক টিম ধর্ষককে আটকে অভিযান শুরু করেছে।
যাত্রাপুর ইউপি চেয়ারম্যান বেগ এমদাদুল হক বাচ্চু জানান, মঙ্গলবার বিকেলে ওই নারী কর্মীকে বেনেগাতি গ্রামের শেখ লুৎফর রহমানের ছেলে জিহাদ শেখ (৩৬) সদস্য সংগ্রহ করে দেয়ার কথা বলে ডেকে নেয়। পরে পাশের একটি বাগানে নিয়ে তাকে ধর্ষণ করে। ওই নারী ঘটনাস্থল থেকে ফিরে এসে বিষয়টি এনজিওর শাখা কর্মকর্তাদের জানালে তারা ঘটনাস্থলে ছুটে যান। এনজিও কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে এক পর্যায়ে ধর্ষক পালিয়ে যায়।