দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদকে সংবর্ধনা দিয়েছে ইতালির ভেনিসে বসবাসরত কুমিল্লাবাসীর সংগঠন ‘বৃহত্তর কুমিল্লা সমিতি’। শনিবার স্থানীয় একটি হোটেলে ওই সংবর্ধনা দেওয়া হয়।
বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে, সমিতির সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখার আহ্বায়ক মো. বিল্লাল হোসেন ঢালি, ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখার সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম ছৈয়াল, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি নজরুল ইসলাম ভুইয়া, ভেনিস আওয়ামী লীগের সদস্য সচিব মোস্তাক আহমেদ,যুগ্ম আহ্বায়ক সোলেমান হোসাইন, যুগ্ম আহ্বায়ক মুক্তার মোল্লা কুমিল্লা জেলা সমিতি ভেনিসের সভাপতি আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজসেবক মোবারক হোসাইন, কুমিল্লা জেলা সমিতির সিনিয়র সহ সভাপতি মমিন ভুইয়া প্রমুখ।