তালেবানের সঙ্গে কাতারে প্রথমবারের মতো বৈঠক যুক্তরাষ্ট্রের

0

আফগানিস্তানে সরকার গঠনের পর প্রথমবারের মতো তালেবানের সাথে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র। কাতারের রাজধানী দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হয় ৩০ ও ৩১ জুলাই। মঙ্গলবার (১ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, দেশটিতে মানবাধিকার ও নড়বড়ে অর্থনৈতিক অবস্থা নিয়েই মূলত এ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে আফগান প্রতিনিধি দলের সদস্য হিসেবে ছিলেন দেশটির অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী মৌলভি আমির খান মুত্তাকিসহ অর্থমন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা। অন্যদিকে ১৫ সদস্যের মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন আফগানিস্তানের জন্য ওয়াশিংটনের বিশেষ প্রতিনিধি টমাস ওয়েস্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here