প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন কারা?

0

এক মাস পর শ্রীলঙ্কা ও পাকিস্তানে শুরু হচ্ছে এশিয়া কাপ। অক্টোবরে ভারতে শুরু হবে বিশ্বকাপ ক্রিকেট। দু’টি আসরকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়েছে গতকাল সোমবার। ক্যাম্পের প্রথম দিন ক্রিকেটারদের শুধু রক্ত পরীক্ষা, চক্ষু পরীক্ষা ও ইসিজি করা হয়। 

এদিকে, লন্ডনে চিকিৎসা শেষে ঢাকায় ফিরলেও গতকাল অনুশীলন করেননি টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তবে সবাইকে চমকে ক্যাম্পে ডাক পেয়েছেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। তার সঙ্গে ৩২ সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন বাঁ-হাতি ড্যাসিং ক্রিকেটার সৌম্য সরকার। ক্যাম্পে ডাক পাওয়া স্কোয়াডের ১২ জন অনুপস্থিত ছিলেন গতকালের ক্যাম্পে। এদের মধ্যে কানাডায় গ্লোবাল টি-২০ লিগ খেলছেন লিটন দাস ও আফিফ হোসেন ধ্রুব। লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে কানাডা ছেড়ে এখন শ্রীলঙ্কায় অবস্থান করছেন সাকিব আল হাসান। গতকাল তিনি গল টাইটান্সের পক্ষে খেলেছেনও। যদিও সতীর্থ মোহাম্মদ মিথুনের জায়গা হয়নি একাদশে। এলপিএল খেলছেন তৌহিদ হৃদয় ও শরীফুল ইসলামও। জিম আফ্রো টি-১০ লিগ খেলে দেশে ফিরেছেন তাসকিন আহমেদ। গতকাল স্টেডিয়ামে হাজিরও হয়েছিলেন। মুশফিকুর রহিম ফিরেছেন। কিছুদিন বিশ্রাম নিয়ে যোগ দেবেন ক্যাম্পে।

ডাক পাওয়া ক্রিকেটার

তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, আফিফ, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, মিরাজ, জয়, শামীম পাটোয়ারী, রেজাউর রহমান, রনি তালুকদার, তানজিম সাকিব, শান্ত, শরিফুল, শেখ মেহেদি হাসান, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইয়াসির আলী, জাকির, সাইফ হাসান, ইবাদত, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন ও তানজিদ তামিম।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here