শরীয়তপুরে মুক্তিপণের টাকা না পেয়ে এক স্কুলছাত্রকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পালং থানা পুলিশ।
হত্যার শিকার স্কুলছাত্র শরীয়তপুর সদর উপজেলায় ডোমসার ইউনিয়নের হৃদয় হোসেন নিবিড় (১১)। তার পিতা মনির হোসেন খান, মাতা নিপা আক্তার। হৃদয় হোসেন নিবিড় খিলগাঁও গ্রামের শিশু কানুন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
লাশ ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। জলিল খা‘র ইট ভাটার নিকটে স্কুলছাত্র নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার করল পুলিশ।