অধিনায়ক হয়ে ফিরছেন বুমরাহ

0

দীর্ঘদিন ধরেই চোটে জর্জরিত জাসপ্রিত বুমরাহ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরেও খেলতে পারেননি তিনি। তবে সব শঙ্কা কাটিয়ে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবারও প্রতিযোগিতা মূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন। ফেরার এই সিরিজে বুমরাহকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

আইরিশদের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে ভারতীয় দলের বেশিরভাগ নিয়মিত ক্রিকেটারকে। দলে নেই রোহিত শর্মা, বিরাট কোহলির মতো ক্রিকেটাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে বুমরাহর সহকারী করা হয়েছে রুতুরাজ গায়কোয়াড়কে। উইকেটরক্ষক হিসেবে আছেন সাঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা।

আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ১৮, ২০ ও ২৩ আগস্ট। সিরিজের সবগুলো ম্যাচই হবে ডাবলিনে। ভারত ২০১৮ সালে সর্বশেষ আয়ারল্যান্ড সফরে গিয়েছিল। সেই সফরে প্রথম টি-টোয়েন্টিতেই বুড়ো আঙুলের চোটে পড়েছিলেন বুমরাহ। এবার সেখানেই নতুন শুরু হচ্ছে এ পেসারের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here