চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং নামক এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং এলাকা অতিক্রম করার সময় বিকল হয়ে যায়। এতে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে চট্রগ্রাম ও সিলেটগামী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।