বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বাঘ দিবস পালিত

0

বাগেরহাটের লোকালয় ও সুন্দরবনে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। শনিবার (২৯ জুলাই) দুপুরে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ অফিসে আলোচনা সবার মধ্য দিয়ে বিশ্ব বাঘ দিবস পালন করা হয়। 

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জে র‌্যালি শেষে সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেবের সভাপতিত্বে তার অফিসে বিশ্ব বাঘ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দে। 

এদিকে শনিবার সকালে মোংলায় বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন বর্ণাঢ্য র‌্যালি শেষে পৌরসভা চত্বরে পথসভা করেছে। পথসভায় মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাসসহ পরিবেশবাদী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here