অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে শেষ উইকেটটা নিলেন স্টুয়ার্ট ব্রড। তিনি পেশাদার ক্রিকেট ক্যারিয়ারটা শেষ করলেন উইকেট নিয়ে। সাথে দলকেও জেতালেন ব্রড।
অ্যালেক্স কেয়ারির উইকেট তুলে নেওয়ার পর দুই হাত প্রসারিত করে ডানা মেলার ভঙ্গি করলেন ইংলিশ পেসার। গ্যালারিতে থাকা তার পরিবারের সদস্যদের মুখেও দেখা গেল চওড়া হাসি। সতীর্থরাও ব্রডকে আলিঙ্গন করলেন। সেই সাথে এবার সমতায় শেষ হলো এবারের অ্যাশেজ সিরিজ।
ইংল্যান্ডের জয়ে বড় অবদান পেসার ক্রিস ওকস ও স্পিনার মইন আলির। দুজনে মিলেন নেন সাত উইকেট। ওকসের শিকার সর্বোচ্চ চারটি। শেষের দুই উইকেট নিয়ে শেষটা রাঙিয়েছেন ব্রড।