২০১৯ সাল থেকে লন্ডনে নির্বাসনে থাকা পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিজ দেশে ফিরবেন বলে শোনা যাচ্ছে।
এর আগে, দেশটির বতর্মান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানালেন, পাকিস্তানের আসন্ন নির্বাচনে যদি ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ফের ক্ষমতায় আসে তাহলে দেশটির প্রধানমন্ত্রী হবেন দলটির সুপ্রিমো নওয়াজ শরিফ।
পানামা পেপারস কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হন নওয়াজ শরিফ। পরে তাকে সরকারি পদে অযোগ্য ঘোষণা করে পাকিস্তানের সুপ্রিমকোর্ট। এরপর কারাগারে যেতে হয়। সেখান থেকে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার কথা বলে লন্ডনে পাড়ি জমান তিনি। সেই থেকে তিনি লন্ডনে স্বেচ্ছায় নির্বাসনে আছেন।
সম্প্রতি একজন সংসদ সদস্যকে অযোগ্য ঘোষণার মেয়াদ সর্বোচ্চ ৩ বছর করে পার্লামেন্টে আইন পাশ করেছে পিএমএল-এন সরকার। ফলে এ আইনের অধীনে সরকারি কোনো পদে নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণার সুযোগ নেই। তবে তার বিরুদ্ধে যেসব মামলা আছে, তা চলতে পারে। শাহবাজ শরিফ সে বিষয়েই ইঙ্গিত দিয়েছেন।