বাগেরহাটের কচুয়া উপজেলার পল্লীতে গাছে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় বিপ্লব মিস্ত্রি (৪০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে বটগাছে রশিতে ঝুলতে থাকা অবস্থায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত বিপ্লব মিস্ত্রি উপজেলার কুচিবগা গ্রামের সুনীল মিস্ত্রির ছেলে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম গাছে রশি দিয়ে ঝুলন্ত কৃষকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল ৯টার দিকে উপজেলার কুচিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বটগাছে রশিতে ঝুলতে থাকা অবস্থায় স্থানীয়রা কৃষক বিপ্লব মিস্ত্রির মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সে দেনার দায়ে নিজে গাছে রশি দিয়ে আত্মহত্যা করেছে, নাকি কেউ তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।