৯৪’ বিশ্বকাপের জার্সি পরে ম্যারাডোনাকে বিশেষ শ্রদ্ধা মেসির (ভিডিও)

0

১৯৯৪ সালে শেষ বার আমেরিকার মাটিতে বিশ্বকাপ খেলেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। তখনও তার গায়ে ছিল ১০ নম্বর জার্সি। আর্জেন্টিনার সে বারের সেই জার্সি পরলেন লিওনেল মেসি। প্রয়াত ফুটবলারকে শ্রদ্ধা জানালেন তিনি। এখন আমেরিকাতেই ক্লাব ফুটবল খেলছেন মেসি।

আর্জেন্টিনার ২৯ বছরের পুরনো বিশ্বকাপের জার্সি পরে সমাজমাধ্যমে ছবি দিয়েছেন মেসি। তবে জার্সিটি ম্যারাডোনার ব্যবহৃত কিনা, তা জানাননি। অনেকেই মনে করছেন মেসির গায়ের জার্সিটি রেপ্লিকা।

আর্জেন্টিনার ফুটবল-সহ ক্রীড়াজগতে এখনও ম্যারাডোনার প্রভাব রয়েছে যথেষ্ট। ২০২০ সালের নভেম্বরে প্রয়াত হয়েছেন ম্যারাডোনা। আর্জেন্টিনার হয়ে তিনি ৯১টি ম্যাচ খেলেছিলেন। ৩৬ বছরের মেসি এখন পর্যন্ত দেশের হয়ে খেলেছেন ১৭৫টি ম্যাচ। ২০২৬ সালে আগামী ফুটবল বিশ্বকাপও হবে আমেরিকায়। মেসির ’৯৪ সালের জার্সি পরা ছবি দেখে আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরা চাইছেন, তিনিও ম্যারাডোনার মতো শেষ বিশ্বকাপ আমেরিকার মাটিতে খেলুন।

ভিডিও দেখতে ক্লিক করুন

সূত্র : ডেইলি মেইল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here