রাজবাড়ীর পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় সকল শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
সোমবার পাংশা সরকারি কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।
পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের জিপিএ-৫ পাওয়া ৩৬৭ জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয় বলে জানান কলেজের অধ্যক্ষ।