কানাডায় সিলেট এসোসিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

0

কানাডার ক্যালগেরির স্থানীয় সময় ২৯ জুলাই শনিবার, সিলেট এসোসিয়েশন অব কেলগেরি আয়োজিত বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। কর্মব্যস্ত জীবনের ফাঁকে গ্রীষ্মের মনোরম আবহাওয়ায় শিশু, কিশোর, তরুণ-তরুণী আর বয়োবৃদ্ধসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এ যেন ছিল এক আবেগঘন আনন্দ আয়োজন।

স্টেটমোড় শহরের সন্নিকটে কিন্সমেন পার্কের সবুজ বনায়নে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে শিশু, কিশোর, পুরুষ, মহিলাদের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের পাশাপাশি কমিউনিটির সকলের দলে দলে আড্ডা আর গল্পে মুখরিত হয়ে উঠেছিল সবুজ শ্যামল বনায়নে পরিবেষ্টিত বিশালাকার পিকনিক স্পট। সকালের নাস্তা, মধ্যাহ্নভোজ আর ডিনারের মাধ্যমে দিনব্যাপী আয়োজনে কারো যেন কোন ক্লান্তি ছিল না। 

সিলেট এসোসিয়েশন অব ক্যালগেরির সাবেক সাধারণ সম্পাদক ও বিসিএওসির সভাপতি কয়েস চৌধুরী বলেন, নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে এটি আমাদের ধারাবাহিক প্রচেষ্টা। বিশাল আয়োজনের এই অনুষ্ঠান সফল করে তোলার জন্য তিনি কমিউনিটির সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আমন্ত্রিত অতিথি হিসেবে বিসিএওসির সাধারণ সম্পাদক শুভ্র দাস বলেন, সিলেটের মাটি ও মানুষের সংগে আমার সম্পর্ক রক্তের, আমার সম্পর্ক ভালোবাসার। আর এই ভালোবাসার মানুষদের প্রতি শুভেচ্ছা জানাতে পেরে তিনি সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

সকল বয়সের অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন রকম খেলাধুলার পাশাপাশি, ভাওয়ালী, ভাটিয়ালিসহ সিলেট অঞ্চলের নানা রকম নাচ, গান আর সংগীতে মুগ্ধ হয়ে কেলগেরি প্রবাসী বাংলাদেশিরা যেন তাদের প্রিয় মাতৃভূমি সিলেটের মাটিতেই ফিরে গিয়েছিল। 

বিশিষ্ট সংগীতশিল্পী গুরুপ্রসাদ হুম চৌধুরী, চেরী শাহেদ আর শিশু শিল্পীদের নাচ গান অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেছিল। সেই সাথে এসোসিয়েশনের এক ঝাঁক তরুণ-তরুণীর অংশগ্রহণে, পূর্বাশা চৌধুরী ও তন্ময় তালুকদার এবং তাদের সুদক্ষ টিমের পরিকল্পনায় সিলেটি দামাইলের সাথে নাচে গানে সরগরম হয়ে উঠেছিল কিন্সম্যান পার্কের বিশাল এলাকা। 

পিকনিকের আনন্দ আয়োজনের পাশাপাশি এসোসিয়েশন তিনজন কৃতি সিলেটিদের হাতে স্মারক সম্মাননা তুলে দেয়া হয়। প্রকৌশলী মোহাম্মদ কাদির আলবার্টা প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স এন্ড জিও সাইন্টিস্ট এসোসিয়েশনের কেলগেরি চ্যাপ্টারের চেয়ার নির্বাচিত হওয়ায় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সিলেটের কৃতি সন্তান শাফি মাহমুদ।

কমিউনিটি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কুইন এলিজাবেথ এওয়ার্ড প্রাপ্তিতে জুবায়ের সিদ্দিকীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাসকারী প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ও বাংলাদেশের স্থানীয় সরকারের সাবেক প্রতিনিধি সবুতারা বেগম। 

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ কেলিগেরির সভাপতি নির্বাচিত হওয়ায় কয়েস চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন হবিগঞ্জের প্রবীণ ব্যক্তিত্ব সাবেক ব্যাংকার সূধাময় চৌধুরী। এসোসিয়েশনের সভাপতি রূপক দত্ত ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান দীপু ক্যালগেরি প্রবাসী সকল সিলেটিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে রাত ন’টায় আনন্দ মহামিলনের সমাপ্তি ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here