মাদকদ্রব্য পাচার বিরোধী দিবস উপলক্ষে চাঁদপুরে র‌্যালি

0

চাঁদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  এ.এস.এম মোসা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার  মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা: মোহাম্মদ সাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, এনএসআই’র উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা: সৈয়দা বদরুন্নাহার চৌধুরী ও প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ।

দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here