টাঙ্গাইলের সখীপুর পাঁচ লক্ষ টাকা জরিমানাসহ তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি বাদল মিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে মৌলোভী সেজে পৌর এলাকার খাদ্য গুদামের এক বাসা থেকে ওই আসামিকে গ্রেফতার করেছে সখীপুর থানার এ.এস.আই আব্দুস সালাম মিয়া। বাদল মিয়া কালিয়া বটতলা গ্রামের মৃত আব্দুল করিম মিয়ার ছেলে।
এএসআই আব্দুস সালাম বলেন, ওই আসামিকে ধরতে এর আগে চারদিন গেছি বাড়িতে কিন্তু বাড়ির লোকজন বুঝতে পারায় তাকে ধরতে পারি নাই। তাই মৌলোভী সেজে খাদ্য গুদামের পাশ থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।