‘বর্তমান বিশ্বে সোনার চেয়েও মূল্যবান ডেটা’

0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেছেন, বর্তমান বিশ্বে সোনার চেয়েও মূল্যবান হচ্ছে ডেটা। যদি আগামীর বিশ্বে ডেটা প্রটেক্ট করতে না পারি তাহলে ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশের যে অগ্রগতি সেখানে বড় ধরনের একটি ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়ে গেছে।

উপাচার্য রবিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র কম্পিউটারকৌশল বিভাগের উদ্যোগে ‘ডাটা প্রাইভেসি এবং প্রটেকশন-ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিক নিরাপত্তা’ শীর্ষক সেমিনার সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

সেমিনারে আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী এস. এম. মঞ্জুরুল হক মঞ্জুর স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো: নুরুজ্জামান, প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, প্রকৌশলী খায়রুল বাশার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএফআইসি ব্যাংকের সিআইএফটি কর্মকর্তা প্রকৌশলী মো. মুশফিকুর রহমান। 

সেমিনার সঞ্চালনা করেন, বিভাগের সম্পাদক প্রকৌশলী তানভীর মাহমুদুল হাসান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্রকৌশলী সঞ্জয় কুমার নাথ। এ সময় আরও উপস্থিত ছিলেন আইইবির সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল কালাম হাজারী, প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী, প্রকৌশলী মো. রনক আহসান, আইইবি ঢাকা সেন্টারের সম্পাদক প্রকৌশলী নজরুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here