দূরে বসেও ফেসবুক আইডি থেকে লগআউট করা যাবে

0

অফিস, সাইবার ক্যাফে কিংবা অন্য কারও স্মার্টফোনে ফেসবুক লগ ইন করেন অনেকেই। কিন্তু কাজের চাপে কিংবা মনের ভুলে ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করেন না অনেকেই। এতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। তাই যখনই মনে হয় অন্য কোথায় অ্যাকাউন্ট খোলা আছে তখন দূরে চলে আসায় চিন্তা আরও বেড়ে যায় যে, অন্যরা ব্যক্তিগত তথ্য জেনে যায় কিনা। 

ব্যক্তিগত তথ্য প্রকাশের পাশাপাশি অ্যাকাউন্টও হ্যাক হওয়ার শঙ্কা থাকে। তবে চাইলে দূর থেকেই ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করা যায়। দূর থেকে অ্যাকাউন্ট লগআউট করার জন্য প্রথমে ফেসবুক প্রোফাইলে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে প্রবেশ করতে হবে। এবার সেটিংসে ক্লিক করে Security and login নির্বাচন করেই ডান পাশে where you are logged in অপশন দেখা যাবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here