৬টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টিতে হাসান মাহমুদের শিকার ২৩ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এই পেসার।
এবার হাসান জানালেন ক্যারিয়ারে তিনি ৫০০ উইকেট শিকার করতে চান।
তিনি বলেন, ‘আমার চিন্তা থাকে বল বাই বল। একটা বল যদি ডট দিতে পারি, পরের বলের জন্য সেটাই চিন্তা থাকে। যদি বাউন্ডারি হয়েও যায়, তবু আমি আমার স্ট্রেংথে থাকি, যেটা পছন্দ করি, সে বলটা করি। ওই সময়টায় আমি নিজের ক্যারেক্টারটা শো করতে পছন্দ করি। আমি চাই ওই চ্যালেঞ্জটা নিতে।’
সাকিবের এই দলের মধ্যে আছে শেখার আগ্রহও। হাসান যেমন মুখিয়ে আছেন প্রতিপক্ষ দলের ফাস্ট বোলারদের সঙ্গে কথা বলে কিছু কৌশল শিখে নেওয়ার জন্য। জফরা আর্চার, মার্ক উডদের সঙ্গে সিরিজ শেষে কথা বলার ইচ্ছার কথা জানিয়ে বললেন, ‘সিরিজ শেষে জিজ্ঞাসা করব, চাপটা কীভাবে সামলান, নতুন বল কীভাবে করে…ওনারা তো কোনো চাপ ছাড়াই বল করেন।’