সিডনিতে বাংলা স্কুল বারদিয়ার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় রাসেল কোপম্যান পার্কে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন সভাপতি ড. রফিকুল ইসলাম। তিনি বাংলা স্কুলে জড়িত সকলকে তাদের ক্রমাগত অবদান ও কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান।
এরপর সচিব মোহাম্মদ ফেরদৌস বছরব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলা স্কুলের উপস্থিতি তুলে ধরেন। গত বছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ তানভীর হাসান। প্রকাশনা সম্পাদক সাঈদ ইমরান প্রযুক্তি অনুদান এবং বাংলা স্কুলের সামাজিক/যোগাযোগ মিডিয়া উপস্থিতির কথা জানান।
অভিভাবক প্রতিনিধি এবং কার্যনির্বাহী সদস্য তানবীর আলম ডিজিটাল কোর্সের উপাদান, প্রশিক্ষণ পরিকল্পনা এবং অভিভাবকদের সম্পৃক্ততার বিষয়ে মতামত দেন। অভিভাবকরা নতুন ছাত্র তালিকাভুক্তি, পাঠ্যক্রমের উপকরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়েও মতামত দেন।
ট্রাস্টি বোর্ডের সদস্য কাউন্সিলর মাসুদ চৌধুরী গঠনমূলক বক্তব্য পেশ করেন এবং বাংলা স্কুলের শিক্ষক, সভাপতি, সচিব, অধ্যক্ষ ও নির্বাহী সদস্যদের ধন্যবাদ জানান। সভাপতি ড. রফিক ইসলাম নতুন সেলাবাস ও পাঠ পরিকল্পনা হালনাগাদ করে অনুষ্ঠানটি সমাপ্ত করেন। তিনি আবারো অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।