আল-আহলির দায়িত্ব নিলেন জার্মান তরুণ জাইসলে

0

রেড বুল সালসবুর্কের দায়িত্ব নিয়েই চমকপ্রদ সাফল্য এনে দিয়েছিলেন মাথিয়াস জাইসলে। তবে অস্ট্রিয়ান ফুটবলে তার সেই পথচলা এবার থেমে গেল। নতুন পথের সূচনাও হয়ে গেল দ্রুত। সৌদি আরবের ক্লাব আল-আহলির কোচের দায়িত্ব নিলেন ৩৫ বছর বয়সী এই জার্মান। 

সৌদি ফুটবলের দ্বিতীয় স্তরে এক বছর কাটিয়ে এবার শীর্ষ লিগে ফেরার পর দল বদলের বাজারে ঝাঁপিয়ে পড়েছে আল আহলি। এর মধ্যেই তারা দলে নিয়েছে লিভারপুল থেকে রবের্তো ফিরমিনো, চেলসি থেকে এদুয়াঁ মঁদি ও ম্যানচেস্টার সিটি থেকে রিয়াদ মাহরেজের মতো তারকাদের। এবার বিশ্ব ফুটবলের আলোচিত এক তরুণ কোচকেও পেল তারা নিজেদের দলে। 

স্টেফান গাইতার জানান, গুরুত্বপূর্ণ একটি মৌসুম শুরুর দুইদিন আগে যে কোচ ক্লাব পরিবর্তনের ভাবনা নিয়ে এতটা তীব্রভাবে উদ্বিগ্ন থাকে, মৌসুম শুরুর ম্যাচে তার দায়িত্বে থাকা উচিত নয় বলেই আমরা বিশ্বাস করি। নতুন মৌসুম আমরা শুরু করতে চাই পুরো প্রাণশক্তি ও প্রতয় নিয়ে। মাথিয়াস জাইসলে চলে যাওয়ার পর যত দ্রুত সম্ভব নতুন একজন কোচ খুঁজে বের করতে হবে আমাদের, যিনি সালসবুর্কের খেলার ধরন জানেন এবং এটাকে ধরে রাখতে পারেন, যে ধরনটি এখনও পর্যন্ত দারুণ সফল। আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম, মাথিয়াসের দায়িত্বের শেষটা সেভাবে হয়নি। তবে সৌদি আরবে নতুন দায়িত্বে আমরা তাকে শুভ কামনা জানাই ও গত দুই বছরের কাজের জন্য ধন্যবাদ জানাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here