ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গেরদা ইউনিয়নের বাখুন্ডা কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. মাসুদুল হক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাহিদ বেপারী, আবু নাঈম, মনির হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম রিপন, শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাছির, সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা, গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. এমার হক প্রমুখ। সম্মেলনে গোলাম আইয়ুব হারিচকে সভাপতি এবং আতিকুর রহমানকে সাধারণ সম্পাদক হিসাবে পুনর্নির্বাচিত করা হয়।