জিম-আফ্রো টি-টেন : কেমন খেললেন মুশফিক-তাসকিন?

0

জিম-আফ্রো টি-টেনের ফাইনালে মুশফিকুর রহিমের জোবার্গ বাফেলোসকে হারিয়ে টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ডারবান কালান্দার্স। যদিও মুশফিক এদিন একাদশে ছিলেন না। ট্রফির লড়াইয়ে মুশফিকদের দলকে ৮ উইকেটে হারিয়েছে ডারবান।

তবে মুশফিক এই টুর্নামেন্টে দারুণ খেলেছেন। ম্যাচ জেতানো ইনিংসসহ ৮ ম্যাচে তার ব্যাট থেকে আসে ১২৬ রান। স্ট্রাইকরেট ১২৬।

ফাইনাল ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১২৭ রান করে জোবার্গ। ১৭ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন টম ব্যান্টন। এ ছাড়া মোহাম্মদ হাফিজ ১৩ বলে ৩২, ইউসুফ পাঠান ১৪ বলে ২৫ ও রবি বোপারা ১০ বলে ২২ রান করেন।

জবাবে খেলতে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ডারবান। হজরতুল্লাহ জাজাই মাত্র ২২ বলে ৪৩ রান করে অপরাজিত থেকে ম্যাচসেরা হয়েছেন। এ ছাড়া টিম সেইফার্ট ১৪ বলে ৩০, আন্দ্রে ফ্লেচার ১১ বলে ২৯ ও আসিফ আলী ৯ বলে করেন ২১ রান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here