হরিয়ানার একদল কিষানীর সাথে দেখা করেছেন রাহুল গান্ধী। এসময় সাথে ছিলেন তার মা সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী ও বোন প্রিয়াংকা গান্ধী।
কিষানিদের সাথে হাসি ঠাট্টার একপর্যায়ে কিষানিরা সোনিয়াকে বললেন, এবার রাহুলকে বিয়ে দিন। তার জবাবে সোনিয়াও কম যাননি। সোজা হাসির ছলে বলেছেন, আপনারাই রাহুলের জন্য উপযুক্ত পাত্রী খুঁজুন।
সোনিয়া গান্ধীর দিল্লির বাসভবনেই কিষানিদের সঙ্গে আড্ডা-আলোচনায় বসে গান্ধী পরিবার।
সাক্ষাতের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে রাহুল বলেছেন, বিশেষ কিছু অতিথির সাথে তার নিজের এবং মা ও বোন প্রিয়াঙ্কার একটা মনে রাখার মতো দিন কেটেছে। জানিয়েছেন, শনিপতের কিষানি বোনদের দিল্লি দেখার কথাও। তাদের সাথে নিজের বাড়িত খাবার খাওয়ার কথা।
সূত্র: হিন্দুস্তান টাইমস