আবার বিতর্কে জড়ালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাথা গরম করে পানি ছুড়লেন টেলিভিশনের এক চিত্রগ্রাহককে। খেলা শেষ হওয়ার পর পর্তুগালের অধিনায়কের এই আচরণের সমালোচনা শুরু হয়েছে।
আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে আটকেও গেল রোনালদোর ক্লাব আল নাসের। আল শাবাবের বিরুদ্ধে ম্যাচ শেষ হয় গোলশূন্য অবস্থায়। রেফারি ম্যাচ শেষ হওয়ার বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে মাঠ থেকে বেরিয়ে আসেন রোনালড। প্রতিপক্ষ ফুটবলারদের সঙ্গে সৌজন্য বিনিয়ম করতেও দেখা যায়নি তাঁকে।
প্রতিযোগিতায় গ্রুপের প্রথম ম্যাচে দলের পারফরম্যান্সে খুশি ছিলেন না রোনালদো। খেলা চলার সময়ও একাধিকবার তাকে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল। খেলা শেষ হওয়ার পর মাঠ ছাড়ার সময় হতাশা মাথা নাড়তে দেখা গিয়েছিল তাকে। সে সময় ওই চিত্রগ্রাহক তাকে অনুসরণ করার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। রোনালদো চলে যেতে বলার সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যান চিত্রগ্রাহক। ফলে ঘটনাটি বেশি দূর গড়ায়নি। যদিও এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।